জানা অজানা সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন – প্রশ্ন ও উত্তর

জানা অজানা সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন – প্রশ্ন ও উত্তর

জানা অজানা সাধারণ জ্ঞান কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে ?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি ?
উত্তর: চীন।

✬প্রশ্ন: রাশিয়ার বিমান সংস্থার নাম কী ?
উত্তর: এরোফ্লোঁ।

✬প্রশ্ন: হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত ?
উত্তর: সিন্ধু সভ্যতা।

✬কোন দেশে ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট ?
উত্তর: জাপান

✬প্রশ্ন: কনফুসিয়াস কে ?
উত্তর: দার্শনিক।

✬প্রশ্ন: নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: হাডসন।

✬প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?
উত্তর: হোমা পাখী।

✬প্রশ্ন: তাহরির স্কয়ার কোথায় অবস্থিত ?
উত্তর: মিশর।

✬প্রশ্ন: দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু আয় সবচেয়ে বেশী ?
উত্তর: মালদ্বীপ।

✬প্রশ্ন: শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর: ফারসি।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তর: ম্যান্ডারিন।

✬প্রশ্ন: ফরাসী বিপ্লব সংঘটিত হয় ?
উত্তর: ১৭৮৯ সালে।

✬প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত ?
উত্তর: যুক্তরাজ্য।

✬প্রশ্ন: বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে ?
উত্তর: এস এস হুইলার।

✬প্রশ্ন: হাজার হ্রদের দেশ কোনটি ?
উত্তর: ফিনল্যান্ড।

Share:

More Posts

নিজেকে যাচাই করুন-

প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন ?

প্রশ্নঃ চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি ? ক. সংসদীয় গণতন্ত্র খ. রাষ্ট্রপতির শাসন গ. একদলীয় শাসন ঘ. মহিলাদের সংরক্ষিত আসনউত্তরঃ

Send Us A Message